মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৫ জুন ২০২২, ২০:১১

বেড়াতে এসে লাশ হলো শিশু নূর

কামরুজ্জামান টুটুল
বেড়াতে এসে লাশ হলো শিশু নূর

নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো মোহাম্মদ হোসেন নূর নামের চার বয়সী এক শিশু। বুধবার সবার অজান্তে নূর নানার বাড়ির পুকুরে ডুবে মারা যায়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের খাঁন বাড়ির পাশে মাটি কাটার ডোবায় এ ঘটনা ঘটে।

শিশুটি হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া গ্রামের নতুন মিয়া বাড়ির মো. বাবুল হোসেনের ছেলে।

শিশুটির মামা আবুল কালাম জানান, সম্প্রতি মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায় শিশু মোহাম্মদ নূর হোসেন। এ দিন শিশুটি নানার বাড়ির উঠানেই খেলাধূলা করা অবস্থায় সবার অগোচরে নিখোঁজ হয়। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সবাই খুঁজতে বের হয়। একপর্যায়ে ওই বাড়ির পূর্ব পাশে নতুন মাটি কাটার ডোবায় তাকে ভাসতে দেখে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। অর্থাৎ হাসপাতালে আনার পূর্বে শিশুটি মারা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়