প্রকাশ : ১২ জুন ২০২২, ১৬:২৮
বাংলাদেশি স্টুডেন্টস এসোসিয়েশন ইন নর্থ সাইপ্রাসের কমিটি ঘোষণা
ইউরোপের পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপ দেশ নর্থ সাইপ্রাসে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস এসোসিয়েশন ইন নর্থ সাইপ্রাসের কমিটি ঘোষণা করা হয়। শনিবার স্থানীয় সময় দুপুর ২ টায় আলসাঞ্জেক, গিরনে কনফারেন্স হল রিভারসাইড হোটেলে সালেহ আহমেদকে প্রধান উপদেষ্টা, মিনাজ উদ্দিনকে সিনিয়র উপদেষ্টা, আব্দুল্লাহ আল মামুন সভাপতি ও আরাফাতুল হককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আবদুল্লাহ আল মামুন সাইপ্রাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ও সাধারণ সম্পাদক আরাফাতুল হক সাইপ্রাস সাইন্স ইউনিভার্সিটিতে স্নাতক অধ্যয়নরত আছেন। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাইদ আহমেদ যুগ্ন সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন, অর্থ বিষয়ক সম্পাদক আহসান জাহিদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। নর্থ সাইপ্রাসে বাংলাদেশি ছাত্রদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস এসোসিয়েশন ইন নর্থ সাইপ্রাস ২০০০ সালে প্রতিষ্ঠা করেন মিনাজ উদ্দিন। মিনাজ উদ্দীন ২০০৫ সালে জার্মান চলে যাবার পর দীর্ঘদিন এসোসিয়েশনের কাজ বন্ধ থাকে। মিনাজ উদ্দিন ২০১৮ সালে আবারো সাইপ্রাস ফিরে এলে মিনাজ উদ্দীনের সম্মতিতে সালেহ আহমেদ এসোসিয়েশন পুনরায় চালু করেন।
দায়িত্বপ্রাপ্তরা বলেন নর্থ সাইপ্রাসে বাংলাদেশী শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সামনে পরতে হয়। যেগুলো এসোসিয়েশন থাকলে সমাধান করা সম্ভব। সংগঠনের পক্ষ থেকে যে সকল কাজগুলি করা হবে বলে তারা অঙ্গীকার করেন। তারমধ্য ১) নর্থ সাইপ্রাসে অবস্থানরত শিক্ষার্থীদের বাসস্থানের ব্যাপারে সহায়তা করা, ২) পড়ালেখা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের মেরিটের ভিত্তিতে স্কলারশিপ ব্যাবস্থা করে দেয়া, ৩) বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই টাকার সঠিক তথ্যের অভাবে ভিসা জটিলতায় পরেন, তাদের গাইডলাইন করা এবং বিনা খরচে তাদের ভিসা জটিলতা দূর করতে সহায়তা করা, ৪) প্রতি বছর একাডেমিক প্রকাশনা এবং রেজাল্টের ভিত্তিতে "বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড " প্রদান করা, ৫) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এসোসিয়েশন পরিচালনা পর্ষদ আলোচনা করবেন, ৬) নিবন্ধিত সংগঠন বিধায় এসোসিয়েশন পরিচালনা পর্ষদ সহজেই শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলে বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে পারবেন, ৭) নর্থ সাইপ্রাসে প্রবেশকারী বাংলাদেশি শিক্ষার্থীদের অবৈধ উপায় অবলম্বনে নিরুৎসাহিত করা।