প্রকাশ : ০৯ জুন ২০২২, ১১:৪১
মতলবে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মতলবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরশাখার উদ্যোগে ভারতে মহানবী র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। আজ ৯ জুন সকাল ৭টায় মতলব বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে কলেজ গেইটে শেষ হয়।পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌর শাখার আমীর মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া। তিনি বলেন, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং কটুক্তিকারীদের উপযুক্ত শাস্তি ফাসির দাবীতে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। তাদের শাস্তি না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।






