বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১৪:০৪

মায় কইছে গোশত টোকাই নিতাম

রাসেল হাসান

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী গ্রামের ছোট্ট শিশু রানা। বয়স চার কি পাঁচ। পরনে ঈদের নতুন জামা, পায়ে সদ্য পুরানো জুতা। যে হাতে মেহেদির রং আর ঘড়ি সে হাতেই ঝুলছে কোরবানির মাংস কুড়ানো ব্যাগ। এ যেন কোনো মধ্যবিত্তের হাতে দরিদ্রের থলে। আধো-আধো ভাষায় কথা বলা ছোট্ট শিশুটি হয়তো এখনো বুঝে ওঠেনি কোরবানির মাহাত্ম্য। তার কাছে ঈদ-উল আযহা কেবলই মাংস খাওয়ার উৎসব।

ঈদের দিন বেলা ১টায় ছয় সাত বাড়ি থেকে মাংস কুড়িয়ে যেটুকু সংগ্রহ হলো তা নিয়ে হাসি মুখে বাড়ি ফেরা। 'এতো মাংস কী করবা বাবু?' -কাছে গিয়ে প্রশ্ন করতেই কচি কণ্ঠে রানার সাবলীল উত্তর, খামু। মায় রান্ধবো। রান্ধলে আব্বায়, মায়, ছোড বইনে মিল্লা এক লগে খামু।

'তুমিতো এখনো ছোট। তুমি মাংস নিতে আসলে কেন?' - এমন প্রশ্নে ডান থেকে বাম হাতে মাংসের প্যাকেট বদল করতে করতে রানার আবেগী উত্তর, আব্বায় কুরবানি দেয় না। বেকে গরু কিনে আমগো কিনে না। হেল্লাই মায় কইছে গোশত টোকাই নিতাম। নিলে রান্ধবো, আমরা খামু।

মাংসের প্যাকেট আবার ডান হাতে নিয়ে মাংসের ভারে বাম দিকে কিছুটা ঝুঁকে ছোট ছোট পায়ে বাড়ির পথে এগিয়ে যায় শিশুটি। হয়তো রানার মা মশলা বেটে বসে আছেন সন্তানের অপেক্ষায়। আদরের ছেলেটি কয়েক বাড়ি কুড়িয়ে মাংস নিলেই তাদের চুলায় জ্বলবে আগুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়