প্রকাশ : ০৪ জুন ২০২২, ২০:১০
গীতিকার ও সুরকার কবির বকুল ও প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের মায়ের ইন্তেকাল
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার সাংবাদিক কবির বকুল ও প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের মা নাজমা আক্তার শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ….. রাজিউন)।
|আরো খবর
সাংবাদিক আলম পলাশ জানান, চাঁদপুরের বাড়িতে শুক্রবার ভোরে আমার আম্মা নাজমা আক্তার ব্রেণ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। তারপরও ঢাকার স্কয়ার হাসপাতালের ডাক্তারগণ প্রথমে আইসিইউতে এবং পরবর্ীতে লাইফ সাপোটে নিয়ে যান।
আলম পলাশ বলেন, আম্মা মূলত স্কয়ার হাসপাতালের জরুরী বিভাগে দুপুর সাড়ে ১২টায়ই মারা গেছেন। তিনি বলেন, স্কয়ার হাসপাতালের জরুরী বিভাগে বিছানায় শোয়ানোর সাথে সাথে তিনবার জোরে জোরে শ্বাষ নিলেন। তারপর পুরোই নিস্তেজ হয়ে গেলেন। বিষয়টি দেখার সাথে সাথে সেখানকার ডাক্তাররা দেখেন আম্মার আর পালস্ ও হার্টবিট কিছুই নেই। এরপর ১০/১২জন মিলে কিছুক্ষন নানা চেস্টার পর আম্মার হার্ট বিট তৈরৗ করলেন। পরে বললেন আমরা ওঁনাকে আইসিউ বা সিসিউতে নেব । তখন হৃদরোগ বিশেষজ্ঞ ডা.কামাল পাসার অধিনে সিসিউতে নেয়া হয়। কিছু সময়পর ডাক্তাররা এসে আবার বললেন,ওনার পালস্ ও হার্টবিট আরও কমে গেছে এ জন্য তাঁকে পেসমেকার পড়াতে হবে। আমাদের অনুমতি নিয়ে সেটাও করলেন তারা। এভাবে শুক্রবার রাত পার হল। আজ শনিবার সকালে আবার ডাক্তাররা জানালেন তার অবস্থা আরেকটু অবনতি। এ জন্য ওনার কিডনী ডায়ালসিস করতে হবে। প্রয়োজনে আরও কিছু করতে হবে। আমরা সবচেষ্টাই করলাম। স্কয়ারের ডাক্তারগণ আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদেরকে বললেন, ওনার এখন আর কোনো পালস ও হাটবিট পাওয়া যাচ্ছে না।
মরহুমার নামাজের জানাজা আগামীকাল রোববার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার সাংবাদিক কবির বকুল ও প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের মা নাজমা আক্তার পরপর দু’বার ‘গরবিনী মা’ সম্মাননা পেয়েছেন।