বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৪ মে ২০২২, ০০:৪৩

দেশের সবচেয়ে ধনী এলাকা গুলশান, দারিদ্র এলাকা চর রাজিবপুর

অনলাইন ডেস্ক
দেশের সবচেয়ে ধনী এলাকা গুলশান, দারিদ্র এলাকা চর রাজিবপুর

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা হলো দেশের সবচেয়ে বেশি দারিদ্র্যপ্রবণ এলাকা। ওই উপজেলায় প্রতি ১০০ জনে প্রায় ৮০ জনই গরিব। দারিদ্র্যতার হার ৭৯ দশমিক ৮ শতাংশ, যা সারাদেশে সর্বোচ্চ। অপরদিকে রাজধানীর গুলশান হলো দেশের সবচেয়ে বেশি ধনী এলাকা। ওই এলাকায় প্রতি ২৫০ জনে একজন গরিব মানুষ বসবাস করেন। বাকি ২৪৯ জনই দারিদ্র্যসীমার ওপরে বাস করেন। গুলশান থানা এলাকায় দারিদ্র্যহার দশমিক ৪ শতাংশ (০.৪%)। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দারিদ্র্য মানচিত্রে এই চিত্র পাওয়া গেছে। এত দিন জেলা পর্যায় পর্যন্ত দারিদ্র্য হার কত, তা পাওয়া যেত। এখন উপজেলা বা থানা পর্যায়ে দারিদ্র্যহার জানা যাচ্ছে। ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপের ওপর ভিত্তি করে এই দারিদ্র্য চিত্র তৈরি করেছে বিবিএস।

বিবিএস সূত্রে জানা গেছে, দারিদ্র্যহারে কুড়িগ্রামের চর রাজিবপুরের পর দ্বিতীয় স্থানে আছে বান্দরবানের থানচি উপজেলা। ওই উপজেলায় দারিদ্র্যহার ৭৭ দশমিক ৮ শতাংশ। আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে কুড়িগ্রামের রৌমারী (দারিদ্র্য হার ৭৬ দশমিক ৪ শতাংশ), চিলমারী (সাড়ে ৭৩ শতাংশ) ও নাগেশ্বরী (৭২ দশমিক ৭ শতাংশ)। সবচেয়ে বেশি দারিদ্র্যপ্রবণ পাঁচটি উপজেলার চারটিই কুড়িগ্রাম জেলা। অবশ্য জেলা হিসেবে সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রামে দারিদ্র্যহার ৭০ দশমিক ৮ শতাংশ।

অপরদিকে দারিদ্র্য কম এমন এলাকা বিবেচনায় শীর্ষ পাঁচে থাকা সব এলাকা ঢাকা জেলায়। গুলশান ছাড়া এই তালিকার অন্য চারটি এলাকা হলো—নবাবগঞ্জ (দারিদ্র্যহার দশমিক ৭ শতাংশ), ধামরাই (দশমিক ৯ শতাংশ), কলাবাগান (১ দশমিক ১ শতাংশ) ও কেরানীগঞ্জ (১ দশমিক ২ শতাংশ)। ঢাকা জেলার সার্বিক দারিদ্র্যহার ১০ শতাংশ। নারায়ণগঞ্জে সবচেয়ে কম দারিদ্র্য, হার ২ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ প্রতিবেদন, দেশের সবচেয়ে ধনি ও গরিব এলাকার দারিদ্র্যহারে বিশাল পার্থক্য দৃশ্যমান। এটি দেশের ধনী-গরিব উচ্চ বৈষম্যের সংকেত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়