প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ২২:৪৬
হাইমচরে অনুমোদন ছাড়াই যত্রতত্র গ্যাস সিলিন্ডারের ব্যবসা
সরকারি নির্দেশনায় উল্লেখ রয়েছে, জ্বালানি কাজে ব্যবহারকৃত সিলিন্ডার গ্যাস কোনো আবাসিক এলাকা বা মার্কেটে বিক্রি করা নিষিদ্ধ। গ্যাস সিলিন্ডার রোদে না রাখা, নিরাপদ দূরত্বে সিলিন্ডার মজুদ করা, উপর থেকে সিলিন্ডার নিচে না ফেলার নির্দেশনাও রয়েছে।
|আরো খবর
এছাড়াও এই সিলিন্ডার বিক্রি করতে গেলে ট্রেড লাইসেন্স ছাড়াও বিস্ফোরক পরিদফতরের লাইসেন্স ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হয়। এছাড়া এলপিজি সিলিন্ডারগুলো সংরক্ষণের জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জরুরি।
বৈদ্যুতিক সুইচ ও অন্যান্য উপকরণও থাকবে গোডাউনের বাইরের অংশে। স্থানটিও হতে হবে আগুনের ব্যবহার আছে এমন জায়গা থেকে দূরে। এমন শর্তে অনুমোদনের ছড়াছড়ি থাকলেও তদারকি না থাকায় এসব নির্দেশনা আর নিষেধাজ্ঞা মানছেন না উপজেলার বিভিন্ন বাজারের এজেন্ট ও সিলিন্ডার ব্যবসায়ীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, খোলাও জনবহুল জায়গায় ঝুঁকিপূর্ন গ্যাস সিলিন্ডার বিক্রি করা যাবে না। আমরা ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে সতর্ক করেছি। সচেতনতার লক্ষ্য ফায়ার স্টেশন ডিফেন্সের কর্মীরা, জনসাধারণের মাঝে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ দিয়েছে। মানুষকে সচেতনতার লক্ষ্য কাজ করে যাচ্ছে। আমরা অতিদ্রুত এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।