বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

নিরপেক্ষতা যেনো অন্যায়ভাবে কারো পক্ষ হয়ে না যায়

নিরপেক্ষতা যেনো অন্যায়ভাবে কারো পক্ষ হয়ে না যায়
মিজানুর রহমান ॥

চাঁদপুরের সাংবাদিকদের শীর্ষ সংগঠন চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ এপ্রিল বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, পারিবারিক কারণে সংবাদপত্র জগতের সাথে আমার সম্পর্ক সবসময় খুবই ঘনিষ্ঠ এবং সংবাদপত্র আমার পরিবারেরই অংশ। আর চাঁদপুরের সাংবাদিকদের সাথে স্বাভাবিকভাবেই সবসময় আমার ভালো সম্পর্ক রয়েছে। এখানকার সংবাদপত্র জগতটা যথেষ্ট বড়। একটা জেলা শহর হিসেবে এতগুলো খবরের কাগজ নিয়মিত বের হওয়া কঠিন বিষয়।

তিনি বলেন, সংবাদপত্র জগতটা এমন, বস্তুনিষ্ঠতার বাইরে তার কোনো জায়গা নেই। যে কোনো পরিস্থিতিতে সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরা খুব প্রয়োজন। মন্ত্রী বলেন, সমাজ ও দেশকে এগিয়ে যেতে হলে সঠিক তথ্যটা সবার দরকার। সে কারণে সংবাদপত্র জগত গুরু দায়িত্ব পালন করে থাকে। একই সঙ্গে সংবাদপত্র পড়ে মানুষ অনেক কিছু শিখে। শুধু যে তথ্য পায় তা নয়। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, দেশের ইতিহাস-ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি তাও তুলে ধরা হয় সংবাদপত্রে। আমাদের আত্মপরিচয় সংবাদপত্রের মাধ্যমে বেরিয়ে আসে। সংবাদপত্রের অনেক রকম দায়িত্ব রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চাঁদপুর প্রেসক্লাব অতীতে যেমন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে, আজকে যারা মিলন ও রিয়াদের নেতৃত্বে অভিষিক্ত হচ্ছে, আগামী একটি বছর তারা সঠিকভাবে নেতৃত্ব দিবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকরা নিরলসভাবে ও নিঃস্বার্থভাবে কাজ করছেন, যা প্রশংসার দাবিদার।

মন্ত্রী বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। দেশকে এগিয়ে নিতে হলে সংবাদ প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চাঁদপুরে কোনো সাংবাদিক বিনা চিকিৎসায় মারা যাবে শেখ হাসিনার সরকার থাকতে তা হতে পারে না। যখনই আমরা সহযোগিতা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরের সাংবাদিকদের সহযোগিতা করেছেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি স্পষ্টভাবে বলেন, আমাদের যে একশ’ বছরের রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমরা যারা রাজনীতি করি, প্রশাসন চালাই আর সাংবাদিকতা করি, আমাদের তা জানতে হবে। আমি যে কাজটি করছি তার পক্ষে-বিপক্ষে বুঝতে হবে। আমরা অনেক জিনিসে নিরপেক্ষতা চাই। এই নিরপেক্ষতা যেনো কখনো কখনো অন্যায়ভাবে কারো পক্ষ হয়ে না যায়।

তিনি বলেন, রমজান হচ্ছে সংযমের মাস। রোজা মানুষকে তাকওয়ার শিক্ষা দেয়। আল্লাহ তা’য়ালা আমাদের সঠিক কাজ করার তৌফিক দেন।

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কেএম মাহবুবুর রহমান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও ক্যাব চাঁদপুর-এর সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ অন্যান্য অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা পর্ব শেষে চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরি পরিষদের সকলে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশার (সম্পাদক ও প্রকাশক দৈনিক চাঁদপুর কণ্ঠ), গোলাম কিবরিয়া জীবন (বিটিভি ও ইত্তেফাক), রোটাঃ কাজী শাহাদাত (প্রধান সম্পাদক চাঁদপুর কণ্ঠ), বিএম হান্নান (ইনকিলাব), শরীফ চৌধুরী (আরটিভি ও নয়াদিগন্ত), সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা (বাংলাভিশন, আজকের পত্রিকা), সোহেল রুশদী (চাঁদপুর খবর সম্পাদক), মির্জা জাকির (যুগান্তর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (দেশ টিভি ও ভোরের কাগজ), এএইচএম আহসান উল্লাহ (চাঁদপুর কণ্ঠ), জিএম শাহীন (ভয়েজ টিভি), কার্যকরি সদস্য আব্দুর রহমান (সম্পাদক চাঁদপুর সংবাদ), ফারুক আহমেদ (সময় টিভি ও কালের কণ্ঠ), ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ (আমাদের সময়) ও অধ্যাপক মোশারফ হোসেন লিটন (সম্পাদক সাপ্তাহিক চাঁদপুর সকাল)। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের আজীবন সদস্য এমআই মমিন খান (দৈনিক চাঁদপুর খবর), হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটন প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সেক্টরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজনসহ পেশাজীবী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসায় আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়