শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২২, ২০:১১

নারায়ণপুরে স্যার সিরাজুল ইসলাম মসজিদ ও শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস প্রার্থনা কক্ষের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
নারায়ণপুরে স্যার সিরাজুল ইসলাম মসজিদ ও শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস প্রার্থনা কক্ষের উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহি নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলামের নামে “স্যার সিরাজুল ইসলাম মস্জিদ” এবং সাবেক শিক্ষক শ্রী বীরেন্দ্র চন্দ্র দাসের নামে “শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস প্রার্থনা” কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ মার্চ শুক্রবার সকালে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসএসসি ব্যাচ-১৯৯৪-এর বাস্তবায়নে আলোচনা সভা ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ ধর্মীয় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ওমর ফারুক লিটন মিয়াজী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্যার সিরাজুল ইসলামের সহধর্মিণী।

১৯৯৪ ব্যাচের সদস্য মিঞা মো. মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, ১৪৪নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন, স্যার সিরাজুল ইসলামের ছেলে ও চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান, প্রাক্তন শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মো. শাহআলম বিএসসি, মো. ইউসুফ মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৯৯৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থী নূরে আলম জিকু, আবু সাঈদ, মো. মাইনুল হক, কাজী আবু সাঈদ, শ্রী মিন্টু চন্দ্র দাস। আলোচনা সভার পূর্বে স্যার সিরাজুল ইসলাম মসজিদের ফলক উন্মোচন করে মসজিদ উদ্বোধন করেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলামের সহধর্মীনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়