প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ১৯:৫৫
নারায়ণপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটি গঠন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ বিকেলে নারায়ণপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য বাবু নির্মল গোস্বামী।
মন্দির কমিটির সাবেক সভাপতি ডা. রতন কুমার দাসের সভাপতিত্বে এবং ডাঃ রাম চন্দ্র রায়ের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী, ছাত্রলীগ নেতা এবিএম মুসা তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান, যুবলীগ নেতা রাসেল প্রধানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। নারায়ণপুর বাজারের বিশিষ্ট চিকিৎসক ডা. রতন কুমার দাসকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী গনেশ চন্দ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নারায়ণপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দির কমিটি ঘোষণা করা হয়।