রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ২১:৩৭

বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির সভাপতি শফিক, সাধারণ সম্পাদক শিহাব

মিরন নাজমুল, বার্সেলোনা থেকে
বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির সভাপতি শফিক, সাধারণ সম্পাদক শিহাব

স্পেনের বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারী বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনে শফিক খান কে সভাপতি, মো. শিহাব মিয়া কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের আহ্বায়ক সদস্য হানিফ শরীফ, নূরে জামাল খোকন, এনায়েত ঢালী এবং আবুল কালাম আজাদ বাদলের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়। এ সময় ২০২২-২০২৪ সালের দু-বছর মেয়াদী এ কমিটিতে অন্যান্যের মধ্যে, আবু জাফর মাসুদ হাওলাদার কে সিনিয়র সহ-সভাপতি, সাঈদ ফরাজী সুহেল কে সহ-সভাপতি এবং ইমরান তালুকদার কে সাংগঠনিক সম্পাদক করা হয়।

পরবর্তী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করার আহব্বান জানানো হয়। সভায় মাদারীপুর জেলা সমিতির সদ্য সাবেক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বার্সেলোনায় বসবাসরত মাদারীপুর প্রবাসীরা।

অনুষ্ঠানের শেষাংশে নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বক্তব্য আহব্বায়ক সদস্যবৃন্দ এবং মাদারীপুর প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়