প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২০
লবি রহমান কুকিং ফাউন্ডেশন স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল
শীতের শেষে শুরু হয়েছে বসন্তকাল। আম্রকাননে মুকুলের ছড়াছড়ি। এমনি এক সুন্দর সময়ে দেশজুড়ে শুরু হওয়া লবি রহমান কুকিং ফাউন্ডেশন স্টার লাইন পিঠা প্রতিযোগিতার ফাইনাল হবে রাজধানীর রাওয়া ক্লাবে। এ প্রতিযোগিতা শুরু হয়েছে গত ৩ ডিসেম্বর ২০২১ থেকে। সারাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে এ প্রতিযোগিতার ফাইনাল হবে আগামীকাল। ১৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে চূড়ান্ত প্রতিযোগিতার শেষ হবে। ৩ ডিসেম্বর থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেসব জেলাগুলোতে প্রতিযোগিতার বাছাই পর্ব হয়েছে সেগুলো হলো : মেহেরপুর, গোপালগঞ্জ, যশোর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা।
|আরো খবর
স্টার লাইন ফুড প্রোডাক্ট লিঃ এবং লবি রহমানস কুকিং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলার সভাপতি শারমিন আক্তার জুঁই-এর সাথে এ বিষয়ে আলাপ হলে তিনি জানান, আমরা এ প্রতিযোগিতাটি দেশের বিভিন্ন জেলা সম্পন্ন করে এখন ঢাকায় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে । গ্র্যান্ড ফাইনালে প্রধান বিচারক তনি খান। জানা যায়, সকাল ৯টায় ঢাকা বিভাগের প্রতিযোগিতা শেষে দুপুর ১২টায় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।