শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৪

প্রশাসনের তৎপরতায়

মতলবে বিক্রি হওয়া সন্তান মায়ের কোলে

মাহবুব আলম লাভলু
মতলবে বিক্রি হওয়া সন্তান মায়ের কোলে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

মতলব উত্তর উপজেলা প্রশাসনের তৎপরতায় এ উপজেলার ষাটনল ইউনিয়ন হতে জনৈক শিমলা আক্তারের নিকট থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পারস্পারিক সিদ্ধান্তের মাধ্যমে সরল বিশ্বাসে উক্ত ঘটনাটি ঘটিয়েছেন। বর্তমানে তারা উভয়পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুচলেকা প্রদানের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মতলব উত্তর থানা পুলিশের সদস্যগণ ও স্থানীয় জনসাধারণ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শরিফুল হাসান তার ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত শিশুর মায়ের কাছে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

শিশু উদ্ধারের ক্ষেত্রে জনসাধারণের স্বতস্ফূর্ত সহযোগিতা পাওয়া যায়।

সিজারিয়ান অপারেশনের পর হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে জন্ম নেয়া নবজাতককে বিক্রি করে দেয়ার ঘটনা ঘটেছে। এমন খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা শিশুটিকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়