প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০
রহমানিয়া আনোয়ারা বেগম মহিলা মাদ্রাসার উদ্বোধন ও ছবক অনুষ্ঠান
ভালো কাজের জন্যে ইচ্ছাশক্তি প্রয়োজন : আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম
১০ জানুয়ারি সোমবার বাবুরহাটের কল্যান্দিতে রহমানিয়া আনোয়ারা বেগম মহিলা মাদ্রাসার উদ্বোধন করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। এদিন মাদ্রাসা ছাত্রীদের ছবক প্রদান করা হয়। মাদ্রাসার পরিচালক ও বেগম জামে মসজিদের মুহতামিম মুফতি মাহাবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেন, ভালো কাজ করার জন্য ইচ্ছাশক্তি প্রয়োজন। আর এই ভালো কাজের মাধ্যমে সমাজে ভালো কিছু করা যায়। আমার বহুদিনের ইচ্ছা ছিলো নারীদের জন্য একটি মহিলা মাদ্রাসা করার। আর সেই ইচ্ছা শক্তির আজ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এখানে মেয়েদের দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য আপনারা পাঠাবেন। কারণ দ্বীনি শিক্ষা গ্রহণ করলে দুনিয়া ও আখেরাতে ভালো কিছু পাওয়া যায়। আমি এই এলাকার সকল অভিভাবকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আরো বক্তব্য রাখেন পুরাণবাজার জামে মসজিদের সাবেক খতিব শাহাদাত হোসেন কাসেমী ও মহামায়া মাদরাসার মোহাদ্দিস মাওঃ ইদ্রিস। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম খান, শিহাদ শাহরিয়ার আখন্দ, মাওঃ মামুনুর রশিদ খন্দকার, মোঃ ফরিদ আহমেদ খান, আলহাজ্ব শাহ আলম বাদশা, বাবুরহাট স্কুলের প্রবীণ শিক্ষক শহীদুল্যাহ খান, রালদিয়া মাদরাসার মোহাদ্দেস হাবিবুল ইসলামসহ ওলামায়ে কেরাম। সবশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।