প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সমাবেশ-২০২১
আমি মানবসেবায় ব্রত একজন মানুষ : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
‘আমি মানুষের জন্যে নিজেকে উৎসর্গ করে দিয়েছি। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন। সর্বশেষ আমার স্ত্রীও মারা গেছেন। আমি এখন ভারমুক্ত একজন মানুষ। এখন জনগণই আমার একান্ত আপনজন। আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি জনগণের মাঝে। আমি রাজনীতি করি জনগণের জন্যে। তাই রাজনীতির বাইরে থেকেও আমি রাজনীতি করি। সে রাজনীতিতে দল-মতের কোনো ভেদাভেদ করি না। আমি মানবসেবায় ব্রত হওয়া একজন মানুষ। তাই আমার রাজনীতির লক্ষ্যই হচ্ছে মানুষের সেবা করা’। এভাবেই বেশ আবেগ নিয়ে কথাগুলো বললেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য এবং নৌ পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি ৫ নভেম্বর শুক্রবার জেলার সকল সাংবাদিকের অংশগ্রহণে হাজীগঞ্জে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হাজীগঞ্জে এই সাংবাদিক সমাবেশ-২০২১ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আরো বলেন, আমি মানবসেবার জন্যে রাজনীতিতে এসেছি, নিজের জন্যে নয়। মানুষের সেবা করলে কিংবা মানুষের মুখের হাসিতে আমি আনন্দ পাই। পার্থিব জীবনের সুখ কোনো সুখ নয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে সাংবাদিকদের উদ্দেশ্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বলেন, কোনো ঘটনা নিয়ে নিউজ করে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ঘটে যাওয়া ঘটনার পেছনে লেগে থেকে এর ফলোআপ করাসহ তথ্য উপাত্ত সংগ্রহ করে নিউজ করতে হয়। পাঠক যে কোনো নিউজের ফলোআপ জানতে চায়, এজন্যে আপনারা সংবাদের ফলোআপে থাকবেন, এতে করে সংবাদপত্রের মান বাড়ে।
হাজীগঞ্জ বাজারস্থ মকিমউদ্দিন শপিং সেন্টারের ফুড লাভার্সে অনুষ্ঠিত এ সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। যার ফলে আজ বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন কার্যক্রমের অন্যতম অংশীদার সাংবাদিকরা। তাদের পজিটিভ লেখনির মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হচ্ছে, তেমনি দেশ ও জাতির পক্ষে বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম গতিশীল করছে।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান এবং সেই সাথে সাংবাদিকদের সংগ্রামী জীবনের মূল্যায়ন চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। বক্তব্যে তিনি হাজীগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাবের জন্যে ভূমিসহ ভবন এবং চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কনফারেন্স রুম স্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। এর আগে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়া, অধ্যাপক সেলিম, অধ্যাপিকা ফাতেমা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, জেলার অন্য সকল উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সাংবাদিক সমাবেশের দ্বিতীয় অংশে উন্মুক্ত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আলমগীর করিব পাটোয়ারী। বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। দিনব্যাপী এ সাংবাদিক সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর মরহুম সাংবাদিক নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।