শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬

জাতিসংঘ অধিবেশনের সংবাদ কভার করতে যুক্তরাষ্ট্র গেলেন সাংবাদিক নোমান

কামরুজ্জামান টুটুল।।
জাতিসংঘ অধিবেশনের সংবাদ কভার করতে যুক্তরাষ্ট্র গেলেন সাংবাদিক নোমান

হাজীগঞ্জের কৃতী সন্তান, দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি এম এ নোমান জাতিসংঘের ৮০তম অধিবেশনে সংবাদ কভার করতে যুক্তরাষ্ট্র গেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি এ সফরে গেলেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

জাতিসংঘের এবারের অধিবেশনে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সরকারের ডেলিগেশনে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও এবারের জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরাও এ অধিবেশনে অংশ নিচ্ছেন।

এম এ নোমান সাংবাদিকতা শুরু করেন ১৯৯৬ সালে দৈনিক মিল্লাতের মাধ্যমে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাস করার পর তিনি সেখানে কাজ শুরু করেন। ১৯৯৯ সালে পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হলে দৈনিক সংগ্রামে যোগ দেন। ২০০৪ সাল থেকে তিনি দৈনিক আমার দেশে প্রথমে স্টাফ রিপোর্টার ও পরে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আইন-আদালত, সচিবালয়, জাতীয় সংসদ, দুর্নীতি দমন কমিশন, পরিবেশ, পানি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন বিটে কাজ করেন। ১ জানুয়ারি ২০১৫ তারিখে তিনি এনটিভিতে যোগ দেন।

১০ বছর বন্ধ থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে দৈনিক আমার দেশ পুনরায় প্রকাশিত হলে এম এ নোমান এনটিভি ছেড়ে আমার দেশের বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেন।

এম এ নোমান কানাডার মাউন্ট এলিসান ইউনিভার্সিটি আয়োজিত 'ওয়াইল্ড লাইফ এন্ড ওয়াটার বার্ডস' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে 'মাইগ্রেটিং বার্ডস : বাংলাদেশ পার্সপেক্টিভ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। মালয়েশিয়ায় ইন্টারন্যাশণাল ওয়াটার অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সম্মেলনে 'আরবান হাইড্রোলজি এন্ড আর্সেনিক কন্টামিনেশন' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটি আয়োজিত ২০ তম সল্ট ওয়াটার ইন্ট্রুশন কনফারেন্সে তার উপস্থাপিত 'গ্লোবাল ওয়ার্মিং এন্ড সল্ট ওয়াটার ইন্ট্রুশন' প্রবন্ধটি ওই বিশ্ববিদ্যালয়ের প্রসিডিংসেও প্রকাশিত হয়। জাপানের টোকিওতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এলএনজি সামিটে সস্ত্রীক অংশ নিয়েছেন সাংবাদিক নোমান।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), কমনওয়েলথ প্রেস ইউনিয়ন অব লন্ডন (সিপিউ), বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণসহ বিভিন্ন কোর্সে অংশ নিয়েছেন এম এ নোমান। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ফোরাম ফর এনার্জি এন্ড পাওয়ার, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোরটার্স ফোরাম ও ল' রিপোর্টার্স ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

ক্যাপশন : এম এ নোমান

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়