রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

টাকার লোভে দুধের শিশুকে বিক্রি!

টাঙ্গাইলে সন্তান বিক্রি করে মোবাইল ও গহনা কেনা: অনুতপ্ত মা লাবনী আক্তার

মো. জাকির হোসেন
টাকার লোভে দুধের শিশুকে বিক্রি!
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে লাবনী আক্তার লিজা নামের এক মা তার চার মাস বয়সী পুত্রসন্তান তামিমকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। এই টাকা দিয়ে তিনি মোবাইল ফোন, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছেন বলে স্বীকার করেছেন। বর্তমানে তিনি তার কৃতকর্মে অনুতপ্ত।

ঘটনার পটভূমি:

দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার সঙ্গে উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর আর্থিক অসচ্ছলতার কারণে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে রবিউল বাড়ির পাশেই একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। চার মাস আগে তাদের সংসারে পুত্রসন্তান তামিমের জন্ম হয়।

সন্তান বিক্রির ঘটনা:

রবিউল ইসলাম জানান, কিছুদিন আগে লাবনী তাদের সন্তান তামিমকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুরে যান। পরে তাকে বাড়ি ফিরে আসতে বললে তিনি দুর্ব্যবহার করেন এবং সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন। একাধিকবার যোগাযোগের পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাবনী জানান যে, তিনি সন্তান বিক্রি করে দিয়েছেন। এরপর কৌশলে তাকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে তিনি সন্তান বিক্রির কথা স্বীকার করেন।

লাবনীর স্বীকারোক্তি:

লাবনী আক্তার লিজা বলেন, "আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছি। এটা আমার ভুল হয়েছে।"

পুলিশের পদক্ষেপ:

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, "লাবনী নামের এক মা তার ছেলেকে বিক্রি করেছে বলে আমাদের জানিয়েছে। শিশুটিকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

উদ্ধার কার্যক্রম:

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটিকে উদ্ধারের জন্য সিরাজগঞ্জে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক প্রতিক্রিয়া:

এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়