প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০২:৫২
রাজধানীতে নকল রড তৈরির কারখানায় র্যাবের অভিযান
রাজধানী ঢাকার কদমতলী এলাকায় নকল স্টিল রড ও রি-রোলিং স্টিল উৎপাদন, মজুত ও বিক্রি করায় কয়েকটি প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ২৫ লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তার সঙ্গে ছিল র্যাব-১০ এর একটি দল।
|আরো খবর
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই আমরা ঘটনাস্থলে এসে সত্যতা পাই।