রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৩:৪৩

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

স্টাফ রিপোর্টার
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ আগস্ট থেকে। আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। সোমবার (৩১ জুলাই) একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, ভর্তির কাজ শেষে আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

গত শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তি হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়