প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ২০:৪৯
সরকার জালানি তেলের মূল্যবৃদ্ধি না করলে দেশ লম্বা সময়ের জন্য অর্থনীতিতে হুমকিতে পড়তো : শিক্ষামন্ত্রী

হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রোগী বহনকারি টলি, হুইল চেয়ার প্রদান এবং শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আয়ামীলীগ যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বলেন,হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃতু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধু ছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বুকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আমাদেরকে এই আগস্টের শোককে শক্তিতে পরিনত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এসময় তিনি দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বলেন, ইউরোপ থেকে খাদ্য রপ্তানি করতে পারছে না সব কিছু মিলিয়েই দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যুক্ত রাষ্ট্র বলেছে তাদের তিন ভাগের এক ভাগ জনগুষ্টি দরিদ্র হয়ে যাবে। অসংখ্য দেশে খাদ্যের অভাবে মূল্য বৃদ্ধির কারনে জালানি তেলের দাম বৃদ্ধিসহ খাদ্যের দাম বেড়েছে।
আপনারা জানেন ডিজেল তেল আমাদের দেশ থেকে কিছু সংখ্যক উৎপাদন হয়। বাকিটা বাহিরের দেশ থেকে আমদানি করতে হয়। যতটাকা দিয়ে আমদানি করে, তার চাইতে কম মূল্যে বাজারে ছাড়তে হয়। তাই সরকারকে অনেক টাকা ভূর্তুকি দিতে হয়। সরকার যদি জালানি তেলের মূল্যবৃদ্ধি না করতো তা হলে লম্বা সময় অর্থনীতিতে হুমকির সম্মুখিন হতে হতো দেশকে।
গতকাল ১৫ আগস্ট সোমবার হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স মাঠে চাঁদপুর জেলা সিভিল সার্জন শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারি আব্দুর রহমান রিয়াদের পরিচালনায় জাতীয় শোক দিবসে রোগী বহনকারি টলি ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া, সহসভাপতি এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদসহ চাঁদপুর জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।