মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৭:৩৩

শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছেন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। শনিবার তিনি হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূৃল্যে ল্যাপটপ বিতরণ করেন।

এর আগে তিনি একই দিন সকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ মজুমদারের কবর জিয়ারত করেন।

শাহরাস্তির রাগৈ উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণকালে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমূল পরিবর্তন এসেছে। অত্যাধুনিক সব ভবন মিলিয়ে আধুনিক মানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ওয়াশ ব্লক, শ্রেনি কক্ষগুলিতে রঙ্গিন চেয়ার টেবিল, বৈদ্যুতিক ফ্যান, গুণগত মান সম্পন্ন শিক্ষক নিয়োগ, উপবৃত্তি প্রদান, বছরের প্রথমদিন বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, প্রজেক্টর, কারিগরি শিক্ষাসহ নানান আধুনিক সুবিধা সরকার শিক্ষা ব্যবস্থায় চালু করেছে। আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি আমাদের সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাগৈ উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও রাগৈ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি সদস্য আমির বাসার, সদস্য আব্দুল কুদ্দুস, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মোস্তফা সর্দার, রাগৈ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ ওমর ফারুক, রাগৈ ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন।

অপরদিকে একইদিন বিকেলে তিনি হাজীগঞ্জের ১১৭ নং কংগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খাজা ওসমান হারুনী মামুনেরর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী আনু মিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য আনিছ কাজী, আলহাজ্ব সালামত বেপারী, মোঃ রফিকুল ইসলামসহ আওয়ামি লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আলীগঞ্জ হাই স্কুলের শিক্ষক মোঃ সোহেল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়