শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১৯:৫৩

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটোয়ারীকে

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটোয়ারীকে
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের মধ্য নওগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটোয়ারী (৭০) বার্ধক্যজণিত কারণে আজ ১৬ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে............... রাজেউন)।

জানা যায়, বার্ধক্যজনিত চিকিৎসার জন্য তিনি চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে প্রাইভেট গাড়ীতে সকালে রওয়ানা দেন। শাহরাস্তি এলাকায় পৌঁছলে তিনি হঠাৎ বেশী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাজা বিকাল ৬টা ৩০ টায় মতলব টেলিকম ভবনের সামনে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সাবেক সহকারী কমান্ডার মোস্তফা কামাল, সহকারী কমান্ডার (দপ্তর) মোঃ আরিফুর রহমান, বীরমুক্তিযোদ্ধা বিভূতি ভ‚ষণ সরকার, বীরমুক্তিযোদ্ধা সলিম উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়