শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ১৯:৫৭

এসএসসি, এইচএসসি পরীক্ষা হবে কি-না ঘোষণা আসছে কাল

রাসেল হাসান
এসএসসি, এইচএসসি পরীক্ষা হবে কি-না ঘোষণা আসছে কাল

দীর্ঘদিন ধরে করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আঁটকে আছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা কাটছে না। অবশেষে সেই প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল ১৫ জুলাই বৃহস্পতিবার ঘোষণা আসছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি-না। হলেও কোন পদ্ধতিতে, কোন সিলেবাসে কোন প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ করা হবে তাও জানানো হবে শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল বৈঠক শেষে সংবাদ সম্মেলন বিস্তারিত জানাবেন বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত বছর এসএসসি পরীক্ষার পর মহামারির কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি।

এ বছরও এইচএসসি ও এসএসসি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতোমধ্যে দু'টি বোর্ড পরীক্ষা নেওয়া হবে বলে সংক্ষিপ্ত সিলেবাসও প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর। তারপর পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকলেও করোনার ঊর্ধগতিতে পরীক্ষা হওয়া নিয়ে আবারো দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাফ জানিয়ে দিয়েছেন, করোনা সংক্রমন ৫ শতাংশের নিচে নামা ছাড়া ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীও সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আগে শিক্ষার্থীদের জীবন পরে শিক্ষা প্রতিষ্ঠান। সবকিছু ছাপিয়ে আগামীকাল সকালে ভার্চুয়াল বৈঠকে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে সেদিকে তাকিয়ে থাকবে শিক্ষর্থী, শিক্ষক ও অভিভাবকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়