প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:২০
৩৯৫৭ চিকিৎসক নিয়োগে প্রজ্ঞাপন
৪২তম বিসিএস (বিশেষ) এর মাধ্যমে তিন হাজার ৯৫৭ জনকে চিকিৎসক (সহকারী সার্জন) নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
|আরো খবর
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।আগামী ২৮ ফেব্রুয়ারি তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে হবে। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দেওয়ার সময় তার কর্মদক্ষতা সন্তোষজনক কিনা, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।
করোনা রোগীর চিকিৎসায় বিসিএসের মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত বছরের ৯ সেপ্টেম্বর ৪২তম বিসিএসের ফল প্রকাশ করেছে পিএসসি। এর মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। ফল প্রকাশের সময় বলা হয়, করোনা মহামারিতে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগের ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।