প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০০:০০
সরকার বিধিনিষেধ দিতে পারে, মানার দায়িত্ব জনগণের : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার বিধিনিষেধ দিতে পারে, কিন্তু মানার দায়িত্ব জনগণের। জনগণই পারবে দেশের অর্থনৈতিক অগ্রগতি চালিয়ে নিতে। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
|আরো খবর
তিনি বলেন, জনগণ ইচ্ছা করলেই সবই সম্ভব। তাদের ইচ্ছার ওপরই নির্ভর করে আমরা কত তাড়াতাড়ি এই সংক্রমণ থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা পৃথিবীর অবস্থা দেখতে পারছি, আমাদের নিজেদেরও অভিজ্ঞতা হয়েছে। সে পরিস্থিতি বুঝে, নিজেদের অভিজ্ঞতার আলোকে যথাযথ পদক্ষেপ আমাদের প্রত্যেকেরই নেয়া দরকার।
এদিকে সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু সপ্তাহের জন্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২১ জানুয়ারি শুক্রবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সূত্র : ঢাকা পোস্ট।