প্রকাশ : ০২ জুলাই ২০২১, ১৮:২৩
মতলবে লকডাউন অমান্য করায় ৬ জনকে আটক ও জরিমানা
মতলব বাজারে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন এবং ৬ জনকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ।
|আরো খবর
জানা যায়, মতলব দক্ষিণ সদর বাজারে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ২ জুলাই শুক্রবার লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৮ শত টাকা জরিমানা ও ছয় জনকে আটক করা হয় ।
এ সময় সেনাবাহিনীর সদস্য, স্যানেটারি ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার এস.আই মোঃ আওয়াল, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সদস্য সমির ভট্রাচার্য্য বলু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আটককৃত ৬ জনকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।