প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২২:১৬
মতলব উত্তরে অবৈধ পাইপলাইন অপসারণ

মতলব উত্তর উপজেলায় অবৈধ পাইপলাইন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ছেংগারচর বাজার ও বেড়িবাঁধ সংলগ্ন মোহনপুর বাজার, এখলাছপুর বাজার, নতুনবাজার, আমিরাবাদ বাজার ও জনতা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
|আরো খবর
অভিযানকালে বেড়িবাঁধের ওপর বালু পরিবহনের জন্যে সড়কের ওপর স্থাপিত সকল অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এছাড়া বেড়িবাঁধে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চালনার দায়ে তিনজন ট্রাক চালককে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, নিয়মের বাইরে ও সরকারের নির্দেশ উপেক্ষিত যে কোনো কাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবি: মতলব উত্তরে অবৈধ পাইপলাইন অপসারণে অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।








