বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ইয়াবাসহ যুবক-যুবতী আটক

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ইয়াবাসহ যুবক-যুবতী আটক
হাজীগঞ্জে পুলিশের চেকপোস্টে মাদকসহ আটককৃত তরুণ তরুণী। ছবি : চাঁদপুর কণ্ঠ

৫৪ পিস ইয়াবা ও ১ বোতল ফেন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩০) নামের যুবক যুবতীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

চেকপোস্টের দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার ( হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আটককৃত যুথি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ও অপর যুবক রবিউল চাঁদপুরের হাজীগঞ্জ উপজলোর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। তারা পরস্পর বন্ধু বলে ও তারা চাঁদপুরে ঘুরতে এসেছে বলে পুলিশের কাছে দাবি করে।

পুলিশ জানায়, যুথি নামের মেয়েটি ঢাকার মিরপুরের পল্লবীতে বসবাস করে, সে ডান্সার ও মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানিয়েছে। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার এক্সিও (ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫) গাড়িটি জব্দ করা হয়েছে।

আটককৃত যুবক-যুবতীর নামে হাজীগঞ্জ থানার এস.আই. সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-২৩, তারিখ- ২৯/১০/২০২৫।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪ টায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার নেতৃত্বে চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেট কারে তল্লাশি চালালে উল্লেখিত যুবক-যুবতীর কাছে ইয়াবা ও ফেন্সিডিল পাওয়া যায়। তাদেরকে আটক, গাড়ি জব্দ ও মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়