প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৭:০৪
রায়পুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নকল স্যানিটারি প্যাড

লক্ষ্মীপুরের রায়পুরে অস্বাস্থ্যকর পরিবেশে নকল স্যানিটারি প্যাড তৈরির অভিযোগ পাওয়া গেছে। নারীর স্বাস্থ্য সুরক্ষার নামে প্রতারক চক্র একটি অবৈধ কারখানায় প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছে নকল 'রোজ' নামের প্যাড।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুরের খাজুতলা নামক এলাকায় শাহজাহান নামের সার ব্যবসায়ীর ভবনে কোডেক এনজিও অফিসের কক্ষের বিপরীতে এই নকল প্যাড তৈরির কারখানা পরিচালনা করছেন মেঘনা প্রাইভেট হাসপাতালের পরিচালক মো. মোশাররফ হোসেন। সেখানে চারজন নারী ও শিশু শ্রমিক দিয়ে 'রোজ কোম্পানি'র নামে প্রতিদিন হাজার হাজার পিস নকল স্যানিটারি প্যাড তৈরি ও বাজারজাত করা হচ্ছে।
কারখানার একাধিক শ্রমিক জানান, “আমরা কমিশন ভিত্তিতে কাজ করি। একশ' পিস প্যাড তৈরি করলে ২০-৪০ টাকা মজুরি পাই। কারখানার বৈধ কাগজপত্র আছে কি না জানি না। আপনারা মালিকের সাথে কথা বলেন।"
অভিযুক্ত মোশাররফ হোসেন বলেন, "আমার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে। কারখানার সব বৈধ কাগজপত্র রয়েছে। মোবাইলে কথা বলবো না, সরাসরি হাসপাতালে এসে দেখা করুন, সব কিছু জানিয়ে দেবো।”
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কাউছার বলেন, “নকল স্যানিটারি প্যাড তৈরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”








