সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৩২

৮ মাদক মামলার আসামী ৫ বছর সাজাপ্রাপ্ত পলাতক আরিফ বেপারী আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
৮ মাদক মামলার আসামী ৫ বছর সাজাপ্রাপ্ত পলাতক আরিফ বেপারী আটক

দীর্ঘদিন পলাতক থাকাবস্থায় অবশেষে ৮ মাদক মামলার আসামী ৫ বছরের সাজাপ্রাপ্ত আরিফ বেপারীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জানা যায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়ার দিকনির্দেশনায় মডেল থানার এএসআই মো. শরীফ উল্যাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার (১৯ অক্টোবর ২০২৫) চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা থেকে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে আটক করে। পুলিশ জানায়, আটটি মাদক মামলার আসামী আরিফের বিরুদ্ধে আদালত চারটি মামলায় ৫ বছর সাজা দিয়েছে। দুটি মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে, আর বাকি দুটি মামলা বিচারাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ বেপারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও পাচারের সাথে জড়িত। তাকে ধরতে পুলিশের একাধিক দল গোপনে অভিযান চালিয়ে আসছিলো। অবশেষে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শরীফ উল্লাহ তাঁর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিজিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আরিফ বেপারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের পূর্ব কল্যাণদী এলাকার বাসিন্দা, তার পিতা আব্দুল জলিল বেপারী। পুলিশ জানিয়েছে, প্রথম একটা মামলায় আদালত কর্তৃক সাজা ঘোষণার পর থেকে বহুদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। আটকের পর আরিফকে আদালতে পাঠানো হয়, যেখানে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়