প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:২৫
ফরিদগঞ্জে ১৯ মাদক মামলার আসামী আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৯টি মাদক মামলার আসামী আলমগীর হোসেন ওরফে মো. আলী ওরফে আলম(৪১)কে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারী) গভীর রাতে তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)এর ৯(ক) ধারায় মামলা দায়ের করে শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। সর্বশেষ মামলাসহ সে মাদক মামলার আসামী। এরমধ্যে ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আটককৃত আলমগীর হোসেন উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামের আ: মতিনের ছেলে।
|আরো খবর
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের দেইচর গ্রামের মান্দারী বাড়ির জনৈক হাবিব উল্লাহ মিলিটারীর বাগান বাড়ি থেকে আলমগীর হোসেন ওরফে মো. আলী ওরফে আলমকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)এর ৯(ক) ধারায় একটি মামলা দায়েরের পর শনিবার দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ আরো জানায়, আটক আলমগীর হোসেন ওরফে মো. আলী ওরফে আলমের বিরুদ্ধে ইতিপুর্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)এর ৯(ক) ধারায় ফরিদগঞ্জ থানায় ১৬টি, ডিএমপির কাফরুল থানায় একটি, সিএমপির কর্ণফুলী থানায় একটি ও কক্সবাজারের টেকনাফ থানায় একটি মামলাসহ ১৯টি মামলা রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজারের টেকনাফ থানায় দায়েরকৃত মামলাটি। গত ২০২২ সনের ৫ সেপ্টেম্বর দশ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: মান্নান ১৯ মাদক মামলার আসামী আলমগীর হোসেন ওরফে মো. আলী ওরফে আলমকে ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। #