মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ২২:৪৬

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারী আটক

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ নেতা  মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারী আটক

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা, বাবুরহাট শারমিন ফিলিং স্টেশনের মালিক ও চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীকে আটক করেছে ঢাকার বাড্ডা থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) বিকেলে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে তিনি আটক হন।

জানা যায়, ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারী গা ঢাকা দেন। অবশেষে ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান করার সময় ছাত্রদের তথ্যের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাড্ডা থানার ওসি সাইফুল মুঠোফোনে গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের জন্যে তাকে থানায় আনা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব পিপিএম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা জিন্নাহ পাটোয়ারীকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। চাঁদপুর থেকে পুলিশ ফোর্স ঢাকা গিয়ে তাকে নিয়ে আসবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়