প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯
ষড়যন্ত্রের আগুনে পুড়েছে ঘর।। আতঙ্কে দিশেহারা প্রবাসীর পরিবার
ফরিদগঞ্জ ব্যুরো।।

সম্পত্তিগত বিষয় নিয়ে চলছে বিরোধ, সেই থেকে শুরু হয়েছে বসতবাড়িতে চুরি, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র হয়েছে লুট। একের পর এক চুরির ঘটনার পর এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়েছে আসবাবপত্রসহ বসতঘর। এই ঘটনায় এখন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নলগোড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. রেদোয়ানের পরিবার। সর্বশেষ রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে দু দফা অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক প্রতিবেশীরা। খবর পেয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থাগ্রহণের কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
|আরো খবর
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার বলেন, আমাদের বসতঘর থেকে নগদ টাকা, ফলদ বাগান থেকে ফলফলাদি একাধিকবার চুরি হয়েছে। এখন আবার এক রাতে দুবার আগুন লাগার ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের প্রতিপক্ষ জাকির হোসেন গংয়ের সাথে জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে মামলা চলমান রয়েছে। আমি মনে করি, তাদের ইন্ধনেই এসব ঘটনা ঘটছে। অগ্নিকাণ্ড ও চুরির ঘটনায় আদালতের কাছে বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, উভয় পক্ষের বিরোধ দীর্ঘদিন যাবত চলছে। মো. রেদোয়ানের পরিবার অনেক হয়রানি হচ্ছে। বিষয়টি সমাধান জরুরি।
এদিকে রেদোয়ানের পরিবারের অভিযোগের বিষয়ে তার চাচা জাকির হোসেন জানান, তাদের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে সত্য। কিন্তু ঘরে আগুন দেয়া বা চুরির বিষয়ে আমি জানি না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমি অবগত। একাধিকবার সমাঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। প্রকৃতপক্ষে একটি পক্ষ সমাধান চায় না।
ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মো. কামরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি রহস্যজনক।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।