প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪
ফরিদগঞ্জে সরকারি চাল জব্দ ॥ ২ ব্যবসায়ীর জেল জরিমানা

ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে ব্যবসায়ী ওলি উল্যাহ বেপারীর মুদি দোকানের গোডাউন থেকে ৯২ বস্তা (২ হাজার ৭৮৫ কেজি) সরকারি আতপ চাল উদ্ধার হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এ চাল জব্দ করে।
|আরো খবর
এ ঘটনায় তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী ওলি উল্যাহ বেপারীর ছেলে দোকান পরিচালনাকারী সাইফুল ইসলামকে সরকারি চাল বেআইনীভাবে মজুদ করার অপরাধে তিন মাসের জেল এবং পরোক্ষভাবে সংশ্লিষ্টতার অভিযোগে আরেক ব্যবসায়ী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম বলেন, রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় উপজেলার গোয়ালভাওর বাজারের মুদি ব্যবসায়ী ওলি উল্যাহ বেপারীর মালিকানাধীন ও ছেলে সাইফুল ইসলামের পরিচালনাধীন দুটি গুদামে অভিযান পরিচালনা করা হয়।
সেখানে খাদ্য অধিদপ্তর সিলযুক্ত ২ হাজার ৭ শত ৮৫ কেজি তথা ৯২ বস্তা সরকারি চাল উপজেলা খাদ্য পরিদর্শক জামাল উদ্দিনের উপস্থিতিতে জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত সাইফুল ইসলামকে জেল প্রদান করে এবং সোহেল বেপারী থেকে জরিমানা আদায় করে। জব্দকৃত চালগুলো গুদামজাত করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামীকে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।