শনিবার, ৩০ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৯:৩৫

অভিযান-তল্লাশির মধ্যেই মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক
অভিযান-তল্লাশির মধ্যেই মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কয়েক দিন ধরে যৌথ বাহিনীর অভিযান চলছে। তবে এর মধ্যেই ডাকাতেরা আবার সক্রিয় হয়ে উঠেছে। উপজেলার বড়ইকান্দি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী প্রবাসী নিজাম উদ্দিন মিয়াজীর বাড়ি জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে। একতলা ওই বাড়িতে তার স্ত্রী নারগিস আক্তার ও তিন সন্তান থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশ পরে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত বাড়িটির কলাপসিবল গেট ও প্রধান দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে গামছা দিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর সবাইকে মারধর করে এবং চিৎকার করলে হত্যার হুমকি দেয়। ডাকাতেরা আলমারি, ওয়ার্ডরোব ও ক্যাবিনেট ভেঙ্গে একটি আইফোন, ৮ ভরি সোনা, একটি সোনার বার, কয়েক জোড়া কানের দুল ও ১০ হাজার টাকা লুট করে। এ ছাড়া বাড়ির কাপড়চোপড়সহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে চলে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর বাড়ির সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ভোর পাঁচটার দিকে তারা থানায় খবর দেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।

শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, বাড়ির ফটক ও দরজার তালা ভাঙ্গা, কক্ষগুলো এলোমেলো এবং আলমারি-ড্রয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে।

নারগিস আক্তার বলেন, বাড়ির ভেতরে ১০ থেকে ১২ জন ডাকাত প্রবেশ করে। বাইরে আরও ৭ থেকে ৮ জন ছিলো। তাদের সবার মুখে মুখোশ পরা ছিলো । হাতে রামদা, ছুরিসহ অন্যান্য অস্ত্র ছিলো। কাউকেই চিনতে পারেননি তিনি। ডাকাতদের মারধরে তিনি ও তার ছেলেমেয়েরা আহত হন। টাকা, সোনাসহ তার প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। মৌখিকভাবে থানায় অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযান ও তল্লাশির মধ্যেও ডাকাতির ঘটনা ঘটল কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু না বলে এড়িয়ে যান। সূত্র : প্রথম আলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়