বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮:৪৯

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি।।
কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য ও একাধিক মামলার আসামি আব্দুল মুতি ওরফে কিবরিয়া হানান (৩১)-কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট ২০২৫) দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের সদস্য মুকিতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মো. আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও পিকআপ ফেলে পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়িসহ ৪ টি চোরাই গরু উদ্ধার করে। এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সার্বিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, 'গরু চুরির ঘটনার সাথে জড়িত আটক আব্দুল মুতি ওরফে কিবরিয়া হানান এর বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়