প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০১:৪২
শ্রীমঙ্গল থানার এএসআই-এর নেতৃত্বে পুলিশের সফল অভিযান
শ্রীমঙ্গলে সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
|আরো খবর
শুক্রবার (২৫ জুলাই ২০২৫) শ্রীমঙ্গল থানার এএসআই আব্দুল আহাদের নেতৃত্বে পুলিশের একটি টিমের অভিযানে জিআর ৩৫৫/১৯ (শ্রী.)-এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইকবাল উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ