প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৬:২১
কচুয়ায় সড়কে চাঁদাবাজির সময় র্যাবের হাতে আটক ৩

কচুয়ায় আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র্যাব-১১।
|আরো খবর
সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১১। র্যাব-১১ জানায়, স্পেশাল টহল টিমের ডিউটিকালীন সময়ে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস সংলগ্ন গৌরিপুর- হাজীগঞ্জগামী পাকা সড়কের ওপর কতিপয় চাঁদাবাজকে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করার সময় আটক করা হয়।
আটককৃতরা হলেন : কচুয়া উপজেলার আকানিয়া এলাকার মেহেদী হাসান তারেক (২৪), মো. শাহজালাল (২৪) ও পলাশপুর এলাকার জাহিদ হাসান ফরহাদ রবিন (২৩)।
একটি কাভার্ড ভ্যান থেকে চাঁদা গ্রহণকালে র্যাব-১১ দেখতে পেয়ে টহল পিকআপ থামিয়ে তাদের কাছে যেতেই তারা পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদের ধরতে সক্ষম হয়। ওই সময় তাদের কাছ থেকে ৩টি চাঁদা আদায়ের রসিদ বই, আদায়কৃত চাঁদা ১২ হাজার ৪শ' ১০ টাকা, ৩ টি স্টিলের রড এবং ১টি টর্চ লাইট উদ্ধার করেন। তারা ঘটনাস্থলে বিভিন্ন পরিবহন (বাস, কাভার্ড ভ্যান, ট্রাক) হতে চাঁদা আদায় করেন।
পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।