সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৩:৫১

সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার
সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২  মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই ২০২৫ (রোববার) দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের তিন নদীর মিলনস্থল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি যাত্রীবাহী বোট তল্লাশি করে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের নিমিত্তে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি ক্যদচাঁদদুজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়