রবিবার, ২৫ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৪:০০

হাজীগঞ্জে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা গ্রেফতার

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে হত্যা মামলায় কার্যক্রম  নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজীগঞ্জে নিহত আজাদ সরকার (৫৮) হত্যা মামলার আসামী ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামীলীগের নেতা মোবারক কাজী (৬৫)কে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের আজাদ সরকারকে কুপিয়ে হত্যা মামলার ৬ নং আসামী মোবারক কাজী। সে ঐ গ্রামের কাজী বাড়ির মৃত লাল মিয়া কাজীর ছেলে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে আটক করেছে। ইতোমধ্যে একই মামলায় নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের একাধিকজন কারাগারে ও জামিনে রয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে নির্মমভাবে কোপানো হয় বিএনপি নেতা ও হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্যে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লা রেফার করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে হাজীগঞ্জ পৌরসভাধীন আট নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেল বাদী হয়ে গত বছরের ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়