শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ মে ২০২৫, ২১:০৪

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো স্কুল শিক্ষার্থী পারভেজ

মাহবুব আলম লাভলু
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো স্কুল শিক্ষার্থী পারভেজ

মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো দশম শ্রেণির শিক্ষার্থী পারভেজ আহমেদ (১৭)।

শুক্রবার (২ মে ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলার তালতলী-ধনাগোদা স্কুল এন্ড কলেজ সংলগ্ন বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে দশটায় পারভেজ তার চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ধনাগোদা তালতলী স্কুল এন্ড কলেজ সংলগ্ন বেড়িবাঁধের ওপর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকা নেয়ার পথে দুপুর ১২টা ৫ মিনিটে পারভেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারভেজ আহমেদ মতলব উত্তরের মধ্য রায়েরকান্দি গ্রামের মোল্লা বাড়ির আমির হোসেনের মেঝো ছেলে। তিন ভাইয়ের মধ্যে পারভেজ ছিলেন দ্বিতীয়। সে ধনাগোদা-তালতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যাপারে বাগানবাড়ি ইউনিয়নের ৪, ৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার তাকিয়া মহসিন শান্তা ও ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, তারা ঘটনাস্থল গিয়েছেন। নিহত পারভেজ আহমেদের শেষ বিকেলে দাফন সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়