বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৩

হাইমচরে গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড ও শ্বশুর শাশুড়ির যাবজ্জীবন

চৌধুরী ইয়াসিন ইকরাম
হাইমচরে গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড ও শ্বশুর শাশুড়ির যাবজ্জীবন

হাইমচরের ভিঙ্গুলিয়ায় গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড ও শ্বশুর শাশুড়ির যাবজ্জীবন দিয়েছে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ (১) আমিরুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এই রায় দেন। মামলার নাম্বার এসি ২৪৯/ ১২, জি আর ৪১/০৯।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হাইমচরের ভিঙ্গুলিয়ার সিরাজুল ইসলামের ছেলে নিহত গৃহবধূর দেবর রিপন গাজী (৪০), শ্বশুর সিরাজুল ইসলাম গাজী(৬৭) পিতা মৃত হাসিম গাজী ও শাশুড়ি শাহানারা বেগম, স্বামী সিরাজুল ইসলাম (৫০)।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৫ অক্টোবর

নিহত ফাতেমা বেগমের ভাই বাদী হয়ে হাইমচর থানায়

এজাহার দায়ের করেন । এজাহারে উল্লেখ করেন, তার ভগ্নিপতি বিদেশ যাওয়ার পর থেকেই পারিবারিক সাংসারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় তার বোনকে তার দেবর ও শ্বশুর শাশুড়িরা মারধর করতো। ২০০৯ সালের ১৪ অক্টোবর দুপুরে তার শাশুড়ি তার বোনকে কদম গাছে ডাল দিয়ে বেদম মারধর করে। ঐদিন রাতে তার বোন তার সন্তানদেরকে নিয়ে ঘুমাতে গেলে আসামিরা ফাতেমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শামসুল ইসলাম মন্টু বলেন, এই মামলায় ২৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। মামলার শুনানি শেষে আদালত

যে রায় দিয়েছে সেই রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট।

আসামী পক্ষে ছিলেন জহিরুল ইসলাম অ্যাসোসিয়েটের অ্যাড.জুয়েল রানী শীল।

( বিস্তারিত আসছে)...

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়