প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২০:৩৮
পরীক্ষার্থীদের সাথে রূঢ় আচরণের দায়ে সাসপেন্ড হলেন সেই শিক্ষক
ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান এসএসসি পরীক্ষার হলে কক্ষ পর্যবেক্ষক হিসেবে রূঢ় আচরণ করার দায়ে অভিযুক্ত শিক্ষক ইমাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই সাথে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার নিদের্শনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) দুপুরে শিক্ষার্থী ও শিক্ষককে অফিসে ডেকে উভয়ের বক্তব্য শোনেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এই নিদের্শনা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ। গত সোমবার (২১ এপ্রিল ২০২৫) এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষা চলাকালীন ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
এর আগে বুধবার (২৩ এপ্রিল ২০২৫) ঘটনার শিকার এসএসসি পরীক্ষার্থী ও কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অভিযুক্ত ইমাম হোসেন নামে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) দুপুরে শিক্ষার্থী ও শিক্ষককে অফিসে ডেকে উভয়ের বক্তব্য শোনেন।
তদন্তকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলীসহ অভিযোগকারী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবক এবং অভিযুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন।
ইউএনও সকলের বক্তব্য শুনে ঘটনার সতত্য পান বলে সূত্র নিশ্চিত করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) দুপুরে ইউএনও শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের বক্তব্য শোনেন। পরে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া এ বিষয়ে তদন্ত ও বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণের জন্যে নির্দেশ প্রদান করেন।
খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী জানান, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি পেয়েছেন। তিনি দ্রুত শিক্ষক ইমাম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করছেন।
এর আগে কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (রোল নং- ৩৬৮২২৮) জানান, তারা ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। গত ২১ এপ্রিল গণিত পরীক্ষা ছিল। তাদের কক্ষে পর্যবেক্ষক হিসেবে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন ছিলেন। এমসিকিউ পরীক্ষার ২০ মিনিটের সময় ওই শিক্ষক তার প্রশ্ন সেট পরিবর্তন করে অন্য একটি সেট দেন। তার অনুরোধও তিনি কর্ণপাত করেননি। স্বাক্ষরলিপিতে তার স্বাক্ষরও নেননি। তিনি নিজে দিয়ে দিয়েছেন। এমনকি ওই হলের অন্য এক ছাত্রকে মারধর করেন এবং সকলকে গালমন্দ করেন। তার এই রূঢ় আচরণের কারণে সে সহ ওই হলের শিক্ষার্থীরা ভালভাবে পরীক্ষা দিতে পারে নি।