বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২০:৩৫

ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নফাঁস চেষ্টার সাথে জড়িতদের জেলহাজতে প্রেরণ

ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নফাঁস চেষ্টার সাথে জড়িতদের জেলহাজতে প্রেরণ
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্নফাঁস চেষ্টার ঘটনায় মাদ্রাসা সুপারসহ আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকেলে তাদেরকে ফরিদগঞ্জ থানা পুলিশ চাঁদপুর আদালতে প্রেরণ করে। এর আগে বুধবার (২৩ এপ্রিল ২০২৫) রাতে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের হল সুপার ও পুরাণ রামপুর মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান বাদী হয়ে মামলা (নং-২০, ধারা পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০-এর ৯(গ)/১৩ ধারা) দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল ২০২৫) ২০২৫ সালের দাখিল পরীক্ষার হাদিস বিষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষা চালাকালীন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের দারুল এখলাছ আমেনা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. ইকরাম হোসাইন হামিদের চাহিদা মোতাবেক মজিদিয়া কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেনকে দিয়ে অফিস সহকারী তারেকুল ইসলাম মাদ্রাসার দোতলার ১০নং কক্ষ থেকে হাদিস পরীক্ষার প্রশ্নের ছবি তুলে আনেন। পরে তিনি কেন্দ্রের বাইরে থাকা মাও. ইকরাম হোসাইন হামিদের হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে পাঠান।

প্রশ্নফাঁসের বিষয়টি গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া অভিযুক্ত তিনজনকে তাঁর কক্ষে একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের মাধ্যমে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং ঘটনার সত্যতা পেয়ে মামলা করার নিদের্শনা দেন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম জানান, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সুপার পুরাণ রামপুর মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান বাদী হয়ে প্রশ্নফাঁসের ঘটনায় মামলা করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তাকে সাথে নিয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) পরীক্ষার পর ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় তিনি যেই হল থেকে মুঠোফোনের মাধ্যমে ছবি তোলা হয় সেই ছাত্রদের সাথে কথা বলেন। কথা বলেন কক্ষ পরিদর্শকের সাথে।

এদিকে বুধবার প্রশ্নফাঁসের সাথে জড়িতরা আটকের পর থেকে পুরো উপজেলাজুড়ে ছিলো এই ঘটনা নিয়ে আলোচনা। আটককৃতদের রাজনৈতিক পরিচয় ও তাদের অতীত ইতিহাস নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন সরব ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়