শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২০:৩৩

নীলকমল নৌপুলিশ ফাঁড়ির অভিযানে জাটকা নিধনকালে আটক ৪

নীলকমল নৌপুলিশ ফাঁড়ির অভিযানে জাটকা নিধনকালে আটক ৪
মো. সাজ্জাদ হোসেন রনি

হাইমচরে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির অভিযানে জাটকা ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দুপুর ১২টার সময় নীলকমল ইউনিয়নের মাঝির বাজার সংলগ্ন মেঘনা নদীতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন বিশ্বাসের নির্দেশে এসআই জাকির হোসেন, এসআই আজিজুল হাকিম ও এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০০ মিটার কারেন্ট জাল ও নৌকাসহ ৪ জেলেকে আটক করেন। আটককৃতরা হলেন : শরীয়তপুর জেলার সখিপুরের রফিক খানের ছেলে সুমন খান (২২), শুক্কুর খান (২০), একই এলাকার আ. মালেকের ছেলে কবির মিয়া (২০) ও জহিরুল ইসলামের ছেলে শাকিল বেপারী (১৯)। আটককৃতদের বিরুদ্ধে জাটকা নিধন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন বিশ্বাস জানান, দেশের সম্পদ রক্ষায় নীলকমল নৌপুলিশ ফাঁড়ি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। আমাদের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। অভিযানকালে জাটকা নিধন করার সময় আমাদের টিম ৪ জেলেকে আটক করে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সম্পদ রক্ষায় আমরা আমাদের জায়গায় সতর্কতার সাথে কাজ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়