মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১২:৩৮

ধনাগোদা নদীর কালীপুর -চরকালীপুর পারাপারে ডাকাতির শঙ্কা

মাহবুব আলম লাভলু
ধনাগোদা নদীর কালীপুর -চরকালীপুর পারাপারে ডাকাতির শঙ্কা

মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর কালীপুর -চরকালীপুর পারাপারে নৌ সীমানায় ডাকাতির শঙ্কায় থাকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীরা। ঈদের সময়ে ও শাহ্ সোলাইমান (রহ.) লেংটার মেলাকে কেন্দ্র করে ডাকাতির শঙ্কা আরো বৃদ্ধি পায় । প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলার সময় ডাকাতির ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে লেংটার মেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোনো অপ্রীতিকর ঘটনা ও অনিয়ম করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।

স্বল্প সময়ে ঢাকা যাতায়াতের জন্যে মতলব উত্তর-দক্ষিণ উপজেলার অধিকাংশ যাত্রী ট্রলার যোগে ধনাগোদা নদী পার হয়ে কালীপুর- চরকালীপুর যায়। এখান দিয়ে প্রতিদিন ট্রলারের মাধ্যমে হাজার হাজার যাত্রী পারাপার হয়। প্রতি বছর ঈদ ও লেংটার মেলায় প্রচুর লোক যাতায়াত করে এই পথে। এবার ঈদ ও মেলা একই সময়ে অনুষ্ঠিত হবে বলে যাত্রীদের চাপ থাকবে এ পথে। তাই এবার নদীতে ডাকাতির শঙ্কাও রয়েছে বেশি।

বোরহান নামে এক যাত্রী জানান, আমি ব্যবসায়িক কাজে দিনরাত্রি এ পথে ঢাকা যাওয়া-আসা করি। রাতে আতংকে নদী পার হতে হয়। ডাকাতরা নদীতে ওঁৎ পেতে থাকে, সুযোগ পেলেই কেড়ে নেয় যাত্রীেদর সব।

এ পথের নিয়মিত যাত্রী রিয়াজুল হাসান বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এখন রাতে আমি যাতায়াত করি না।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ট্রলারের চালকরা জানান, ডাকাতরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের ৫ দিন আগে এবং পরে নৌ পুলিশ প্রত্যেকটি পয়েন্টে টহল জোরদার করবে। এ অঞ্চলে মেলা ও ঈদ একসাথে হওয়ায় সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে যোগাযোগ করে ধনাগোদা নদীতে নৌটহল আরো জোরদার করা হবে। আশা করছি এ সময় নদীতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়