সোমবার, ১০ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ২২:৫৮

চাঁদপুর সদর মডেল থানার অভিযান : ১১ কিশোর গ্যাং সদস্য আটক

গোলাম মোস্তফা
চাঁদপুর সদর মডেল থানার অভিযান : ১১ কিশোর গ্যাং  সদস্য আটক

চাঁদপুর শহরকে অপরাধমুক্ত করতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (৯ মার্চ ২০২৫) দুপুরে এসআই (নিরস্ত্র) মো. আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকষ টিম শহরের

নাজিরপাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া ও তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় কিশোর গ্যাং সদস্য সন্দেহে জুবায়েদ হোসেন (১৯), মো. ইব্রাহিম গাজী (১৯), মো. সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), পিতা-জিএম শফিকুল ইসলাম, হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), মো. আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), শেখ ফরিদ(২০), মো. সাফিন আহম্মেদ (১৮)কে আটক করে সদর মডেল থানায় নিয়ে আসে।

আটককৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৩, তারিখ-০৯/০৩/২০২৫ । আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, চাঁদপুর শহরকে অপরাধমুক্ত করতে মডেল থানা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে।

এছাড়াও প্রতিনিয়তই নানা অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো অপরাধ সংঘটিত করার পূর্বে এবং ঘটনা দেখে তাৎক্ষণিক মডেল থানা পুলিশকে জানানোর জন্যে আহ্বান জানান তিনি। তিনি বলেন, যে কোনো অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্যে শহরবাসীকে আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়