রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৩:৪৮

ডিএনসি চাঁদপুরের মাদকবিরোধী যৌথ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ডিএনসি চাঁদপুরের মাদকবিরোধী যৌথ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুরের মাদকবিরোধী যৌথ অভিযানে ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ( ৪ মার্চ ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো. আহসান হাবিবের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সৈয়দ আলমগীর হোসেন সহ ১০ জন সেনা সদস্যের সমন্বয়ে গঠিত যৌথ টীম চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী আশ্রাফ খান (৪২) (পিতা-অহিদ খান, মাতা-আলেয়া বেগম, সাং-হাপানিয়া, চাঁদপুর সদর, চাঁদপুর)কে পঞ্চাশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপর একটি সফল অভিযানে একই উপজেলাধীন মাদক ব্যবসায়ী মো. মনির হোসেন বুলেট (৩৭) (পিতা : মৃত রহিম মিয়া, মাতা : মনোয়ারা বেগম সাং : খলিশাডুলি, উপজেলা : চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর)কে বিশ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় যথাক্রমে পরিদর্শক মো. আহসান হাবিব ও উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ২টি নিয়মিত মামলা দায়ের করেন। এ অভিযান চলছে চলবে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়