সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ২০:৪৩

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের ভিপি জিপি হলেন অ্যাড. আলম খান মঞ্জু

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের ভিপি জিপি হলেন অ্যাড. আলম খান মঞ্জু
আদালত প্রতিবেদক

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের ভিপি জিপি (সরকারি কৌঁসুলি) হলেন অ্যাড. আলম খান মঞ্জু।

গত ২৪ ফ্রেবুয়ারি ২০২৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় আইন-৪ শাখার সিনিয়র সহকারী সচিব তুষার আহমেদ স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলার অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলা সরকার পক্ষে পরিচালনার জন্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভিপি জিপি হিসেবে তাঁকে এ নিয়োগ দেয়া হয়।

পত্র পেয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলম খান মঞ্জু। চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের মৃত আলহাজ্ব আব্দুস সাত্তার খানের পুত্র অ্যাড. আলম খান মঞ্জু। ছয় ভাই ও এক বোনের মধ্যে মঞ্জু সবার ছোট। তিনি চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাইস্কুল থেকে ২০০২ সালে এসএসসি, চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি পাস করেন। এরপর নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি ফার্স্ট ক্লাস) ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর (এলএলএম) পাস করেন। ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে সমাজের অবহেলিত ও গরিব-দুঃখী মানুষের জন্যে আইনি সেবা অব্যাহত রেখে সমাজের শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে চান তিনি। এর আগে তিনি সহকারী পাবলিক প্রসিকিউটর (জিপি) পদে গত ১৩ নভেম্বর নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর রশিদ ও জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপনসহ

সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়