প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮
মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা
মতলব উত্তরে লাইসেন্স বহির্ভূত ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নাউরী বাজারের মেসার্স সবুজ ট্রেডার্সকে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।
|আরো খবর
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, এসএপিপিও মোহাম্মদ সালাহ উদ্দিন ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার সহ মতলব উত্তর থানার পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, মতলব উত্তরের বিভিন্ন বাজারে সারের দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় নাউরী বাজারের মেসার্স সবুজ ট্রেডার্সে লাইসেন্স বহির্ভূত ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যাওয়ায় জরিমানার আওতায় আনা হয়।